Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিস ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম..


সিটিজেন চার্টার

পাতা

সিটিজেন চার্টার

মিশন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগকে ২০২১ সালের মধ্যে অগ্নিকান্ডসহ সকল দুর্যোগ মোকাবেলায় এশিয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন।

ভিষন : অগ্নি নির্বাপন ও প্রতিরোধ সহ যে কোন দুর্ঘটনা মোকাবেলায় প্রথম সাড়াদানকারী প্রতিষ্ঠান হিসেবে অন্যান্য সংস্থার সমন্বয়ে উদ্ধার কার্য পরিচালনা করে মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং প্রশিক্ষনসহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বেসামরিক প্রতিরক্ষা নিশ্চিত করা।

অগ্নি-দুর্ঘটনা, উদ্ধার ও আহত সেবা

০১। দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার স্টেশন বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করতে হবে।

০২। সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফায়ার কর্মীগণ সাজ-সরঞ্জামাদীসহ দুর্ঘটনাস্থলে গমন করেন।

০৩। যে কোন দুর্যোগে ১৯৯ ডায়াল করলেই এ সেবা পাওয়া যায়।

ফায়ার লাইসেন্স (অগ্নি প্রতিরোধমূলক পরামর্শ

স্থানীয় উপ-সহকারী পরিচালক,সহকারী পরিচালক,উপ-পরিচালক বরাবর ফায়ার সার্ভিসের নির্ধারিত ফরম পূরণ পূর্বক নিম্নবর্ণীত কাগজপত্র সহ আবেদন করতে হবে।

ট্রেড লাইসেন্স।

পৌরসভা কর্তৃক প্রদত্ত বার্ষিক মূল্যায়ন পত্র।

ভাড়া বাড়িতে ব্যবসা হলে ভাড়ার চুক্তিপত্র।

রাজউক/পৌরসভা কর্তৃক অনুমোদিত স্থাপনার নকশা।

প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পনী হলে Memorandum Articles.

প্রতিষ্ঠান সংক্রান্ত স্থানীয় জন প্রতিনিধি কর্তৃক অনাপত্তি সনদ

বহুতল বা বানিজ্যিক ভবন হলে ফায়ার সার্ভিসের ছাড়পত্র।

গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃক নির্ধারিত তথ্য বিবরণী।

বাণিজ্যিক ভবনের ছাড়পত্র

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ এর ৭ নং ধারা অনুসারে অনূর্ধ ৭ তলা ভবনের বা বাণিজ্যিক ভবনের অগ্নি প্রতিরধমূলক ছাড়পত্র।

স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বা সরাসরি মহা-পরিচালক বরাবর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করবেন।

আবেদনের সাথে ভবনের নকশা ও দলিল প্রদান করবেন।

অত:পর অধিদপ্তর কর্তৃক মনোনিত পরিদর্শক ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ভবন পরিদর্শন করবেন।

পরিদর্শনের পর অগ্নি প্রতিরোধমূলক পরামর্শ প্রদান করা হয়।

পরামর্শ মোতাবেক কার্যকর ব্যবস্থা গ্রহন করলে শর্ত সাপেক্ষে পরবর্তী ০৭(সাত) কর্মদিবসের মধ্যে ছাড়পত্র প্রদান করা হয়।

পরিদর্শন যুক্তিসংগত কারনে সন্তোষজনক না হলে ভবন ব্যবহারের অনুপযোগি মর্মে মহা-পরিচালক ঘোষণা করতে পারেন।

ভবন ব্যবহারের অনুপযোগি ঘোষণার কারণে কোন ব্যক্তি সংক্ষুব্ধ হলে তিনি উক্তরুপ ঘোষণার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকারের নিকট আপীল করেত পারবেন।